সাময়িকী : শুক্র ও শনিবার
-খসরু পারভেজ
পাথরকে আজ খুবই হালকা মনে হয়
তার সাথে যন্ত্রণার কোনো সম্পর্কই নেই
বুকের ওপর কঠিন পাথর তবু বেঁচে আছি…
জীবন তো গভীর সমুদ্র
অসংখ্য রঙিন পাথর লুকিয়ে রয়েছে সেখানে
ভাঙো, টুকরো টুকরে করো, পাথর মরে না
পাথরের বুক চিরে জন্ম নেয় যে ঝরণা
সেই ঝরণার জলে খেলা করে পৃথিবীর মেয়ে
পাথর থেকেই সভ্যতার শুভ উদ্বোধন
আমাদের জন্মকথা লেখা থাকে পথের পাথরে
পাথরের বিছানায় ঘুমিয়ে থাকেন হেফাস্টাস
পাথরই মহাকাব্য হয়ে ওঠে অন্ধ হোমারের হাতে
কবিদের কাছে পাথর তো অমূল্য গহনা
যার অলঙ্কার শুধুমাত্র কবিতার শরীরে মানায়
জ্যোতিষীর মতো আমিও বিশ্বাস করি
পাথরের প্রাণ আছে, ঘ্রাণ আছে
কবরের মতো এখানে এখনো গাঢ় অন্ধকার
পাথরে পাথর ঘষে আগুন জ্বালাও
দেখো, কত কষ্টে আগুন বেরিয়ে আসে, আলো হয়
দিয়াশালাইয়ের আগুন সে তো কর্পোরেট আলো
তাতে তোমার কোনো কৃতিত্ব নেই
প্রচণ্ড পাথর বুকে চেপে রাখি
মূলত আমি পাথরের ঘ্রাণ নিই।
Add Comment