সাময়িকী: শুক্র ও শনিবার
-চিরশ্রী দেবনাথ
যত সব দুঃখদুয়ারী মেয়েরা
আমি তাদের মধ্যে নেই
কত হাজার সংগ্রামে যাদের কেটেছে পা
আমি তাদের মধ্যে নেই
পুরুষ হাত রাখেনি হাতে
বলে যাদের অভিমান
আমি তাদের মধ্যে নেই
ভালোবাসা নিংড়ে যারা
পুড়ে গেছে কোনো এক সকালে
আমি তাদের মধ্যে নেই
সব শর্ত নিজের কাছে বাজি রেখে
একে একে হেরে গেছি সবখানে
কেউ দেখে ফেলার আগে
উন্মুক্ত হৃদয় ভরে গেছে পরাজয়ের সুখে
দোপাট্টা উড়িয়ে পেতেছি হাত আবারো নিখাদ
হে খোদা… হে ঈশ্বর ইনতেজার ফরমাও, আতশ জ্বালাও,
আসমান… এই খোলা আসমান আমার,
ভুলে গেছি বাকি সব অগ্নিভ প্রতিবাদ
মিছিলে হেঁটে যারা কেড়ে নিয়েছে
অধিকার, আমি তাদের ক্লান্ত পা
ঘরে ফিরে হেঁটে গেছি আধখানা রাত
বিছানায় যেতে যেতে মেখেছি ক্রিম
বলিরেখার নীচে আঙুল চালিয়ে
কেড়ে নিতে চেয়েছি দুপুরের রোদ
তারপর বলেছি এই দুরন্ত ভ্রমণে,
আবারো মেয়ে হতে চাই
তোমাদের তৃষ্ণার্ত মুখে এঁকে দিতে অরণ্য,
মেয়ে হয়ে বার বার ডুবে যেতে চাই।

Add Comment