সাময়িকী: শুক্র ও শনিবার
-শামসুদ্দিন হীরা
দেহখানা পরে আছে মেঝে
শরতের বিষণ্ণ রাতে
শিক্ষা প্রগতি দেয়ালে দেয়ালে
ছাই ছাই ইতিহাস ওড়ে
পূর্ণিমায় সাপের চোয়ালে
বিষ ফুটে ওঠে
হিম শীতল নিরবতায়
আবরার ফাহাদ
নিথর দেহ অনিঃশেষ
বেদনার পথ ধরে হাঁটে
নিশ্চুপ জ্যোতির্ময়তায়
দেহাবয়ব হেঁটে চলে
স্বর্গলোকে
সফেদ আলোর বিচ্ছুরণ
বুয়েট ক্যাম্পাস টিএসসি হয়ে
গ্রাম জনপদে
স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে
আবরার আত্না আজ হাঁটে
শ্লোগান তোলে সহপাঠির কন্ঠে
ধ্বনিত হয় ৫৬ হাজার বর্গমাইলে
কম্পিত কলরবে ফিসফাস গুঞ্জনে
নিগূঢ় চিন্তায় মগ্ন দালাল সুশীল
বিষণ্ণ অবয়ব রাজকীয় এলানে
ফেসবুক ভাসে ক্রুদ্ধ ইমোজে
ধূত শিয়াল ঊর্ধ্বমুখী ইঙ্গিতে
অতীতের ফেনা তোলে
উচ্চারিত স্বরচিত ইতিহাস
চারপাশে উত্তপ্ত কড়াইয়ে
তিল কে তাল করে
সূর্যের সামনে মেঘের গল্প বলে
চাটুকার রঙ ছড়ায়
মানবতার বিজ্ঞাপনে।
Add Comment