সাময়িকী: শুক্র ও শনিবার
-সানোয়ার রাসেল
-ছেলে কিন্তু পেঁয়াজ খায়।
-তাই নাকি? বিয়ে কনফার্ম।
ডেট ঠিক করেন।
আটককৃত জঙ্গীদের আস্তানা থেকে জিহাদী বই,
জায়নামাজ এবং পাঁচ কেজি পেঁয়াজ পাওয়া গেছে!
খবরঃ- ধর্মীয় অবমাননার অভিযোগে সংখ্যালঘুদের
বাড়িঘরে হামলা চালিয়ে পেঁয়াজ লুটে নিয়েছে
স্থানীয় ক্ষমতাসীন নেতা!
নির্বাচন পরবর্তী সহিংসতা-স্বামীকে
খুঁটির সাথে বেঁধে রেখে বিজয়ী দলের নেতা-কর্মীরা
স্ত্রী’র কাছ থেকে কেড়ে নিলো পেঁয়াজের বস্তা।
চট্টগ্রামের মেজবানিতে গরুর গোস্তের সাথে
পেঁয়াজের টুকরা না দেওয়ায় কথা কাটাকাটি থেকে
বিশৃঙ্খলার শুরু।
শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের সংখ্যা শতাধিক।
সরকারের দুর্নীতি বিরোধী অভিযান ব্যর্থ করতে
বিরোধী দলের ষড়যন্ত্রে পেঁয়াজের দাম নাগালের বাইরে।
-অভাব যখন দরজা দিয়ে ঢুকে ভালোবাসা
তখন জানালা দিয়ে পালায়।
তুমি জানো আমার মেয়ের সকালের
নাস্তায় কয়টা পেঁয়াজ লাগে?
-চৌধুরী সাহেব, আমরা গরীব হতে পারি।
কিন্তু আমার ভাভা পেঁয়াজের চাষ করে।
-আগে বলবা না!
গান- সোনাদানা, দামী গহনা,
প্রেমের কাছে কিছুই লাগে না।
তুমি পেঁয়াজের খোসা দিয়ে গড় আমার গহনা।
কবিতা-
রাশি রাশি ভারা ভারা পেঁয়াজ কেনা হলো সারা
কিনিতে কিনিতে পেঁয়াজ পকেট ফরসা
ফতুর হয়ে বসে আছি নাহি ভরসা
কুবের- ভাবতাছি মাছ ধরা
ছাইড়া পেঁয়াজের ব্যবসা ধরুম।
কপিলা- আমারে নিবা মাঝি লগে?
Add Comment