সাময়িকী : শুক্র ও শনিবার
-সাকিল আহমেদ
১৬ জুলাই ২০২১
আমার না বলা কথা
না দেখা চোখ
তোমার রাঙা ঠোঁটে চিড়ে ভেজে না
আমার না দেখা পথ
শব্দের বিস্তার ফাগুন পূর্ণিমা
কিংবা উল্টো রথের ফিরতি পথ তোমাকে টানে না
যেটুকু কথা ছিল বাকি
রক্তিম আভায় সে টুকু আজ না হয় থাক
অন্য কোন গ্রহে গিয়ে কথা হবে
তোমার দীর্ঘ নীরবতা
আমার অস্তিত্ব প্রটোনে ঘুরপাক খেতে খেতে
কোন রাশিমালায় গিয়ে স্থির বিন্দু হয়ে আটকে আছে
ইনবক্সে চিঠি লিখব বলে মরিচ ঝাঁপির উদ্বাস্তু শিবির থেকে কলম খুঁজেছি
শুধু রিফিলের গায়ে লাগা রক্তের দাগ
ক্ষণজন্মা এ জীবনের প্যারাগ্রাফ আঁকে।
Add Comment