সাময়িকী : শুক্র ও শনিবার
-নাজনীন সুলতানা
আচ্ছা একটা কথা বলি, আমি যদি কখনো তোমাকে ছেড়ে চলে যাই!
তোমার সাথে আর থাকতে পারবনা এই সিদ্ধান্ত নিতে হয়??
এত বছরের সম্পর্ক যদি ছিন্ন করতে হয় তুমি কি আমায় খুব করে ঘৃনা করবে?? আমাকে অভিশাপে জ্বালিয়ে দিবে? আমাকে ক্ষমা করবে?
—হঠাৎ একথা বলছো যে, কি হয়েছে?
না কিছু হয়নি, বলোনা। এমনি তোমার কাছে জানতে চাচ্ছি।
–হা হা হা…
ওমন করে হাসছ যে?
–হাসির মত কথাই তো তুমি বলেছ। এ-ই যে ঘৃণা, অভিশাপ এগুলো কি কাউকে স্বেচ্ছায় কেউ দেয় নাকি বলো?
না তা দেয় না। সেটা ঠিক আছে।
–শোন আমি কখনো তোমাকে ঘৃণা করবোনা। ঘৃণা করবো তোমার বিবেক কে, তোমার চেষ্টাকে, তোমার ইচ্ছেটাকে।আর অভিশাপ, ঘৃণা এগুলো দিতে হয়না।তোমার কর্ম তোমার কাছে আসবে এটাই স্বাভাবিক।
আমার থেকে বাঁচালেও প্রকৃতির হাত থেকে বাচাঁতে পারবো কিনা জানিনা। আমি তোমাকে ঘৃণা করতে পারবোনা কারন আমার ভালোবাসাটা ঘৃণিত ছিল না? কোন প্রতিশোধ ছিল না? ছিল একদম সহজ, সরল, সাবলীল।
আমার ভালোবাসায় যদি এগুলো জড়িয়ে থাকতো, অবশ্যই আমি প্রতিশোধকারি হয়ে দাড়াতে পারতাম। ভালোবাসাটা দোষের হয়না, এর সাথে জড়ানো স্মৃতি গুলো ও দোষের হয়না। দোষ মানসিকতা, সাহস আর পরিস্থিতির হয়।
তুমি ছেড়ে যাবে, ছিন্ন করতে হবে, যাবে যাও কারণ কেউ যেতে চাইলে কাউকে ধরে রাখার ক্ষমতা আমার নেই। জোর করে কতক্ষন ধরে রাখবো?
– তুমি আমাকে এতটাই ভালোবাসো?
_সেটার উত্তর আমার নিজের ও জানা নেই।
Add Comment