- সাময়িকী: শুক্র ও শনিবার
-আনজানা ডালিয়া
খেয়ালী বাতাসের চেয়েও ভয়ঙ্কর ছিলো সেই হাসি
অস্তিত্বের যন্ত্রনা কুড়েকুড়ে খায় পুরো মায়াবেলা
মোহনীয় শুণ্যতায় শুধুই অস্থিরতা,
হাজারও অপ্রাপ্তির হাহাকার গিলে খাক
কোন ফাঁকির মাঝে জীবন আটকে না থাক।
আকুল চোখের প্রতিবিম্বে ঝরছে পূজারীর ফোঁটা চিহ্ন
অস্পষ্টতায় ধীরে সরে যায় দূরে তাজমহলের ছায়া
আরো দূরে সরে যায় চিরকুটের রঙের প্রলেপ।
তারপর সবুজ কথারা হলুদ উঠোনে এসে বলে যায় –
‘প্রিয়তমা হয়ে ওঠা আর হলোনা তোমার’।
Add Comment