সাময়িকী: শুক্র ও শনিবার
-তৌফিক জহুর
দেবী একোর প্রেম প্রত্যাখ্যানের দোলনায় দোলে
প্রেমিকা এমেনিয়াসের প্রেমকে নিঃস্ব করে
নার্সিসাস নিজেকে কি বিপ্লবী প্রেমিক ভাবেন!
দেবী একোর নালিশের আওয়াজে
যাদুকরী নেমিসিসের যাদুর কুয়াশার একটা অদ্ভুত
ঘোরের মধ্যে তলিয়ে যায় নার্সিসাস,
নার্সিসাস প্রেমে পড়ে যায় জলের মাঝে নিজের প্রতিবিম্বে
নিজের প্রতি ভালোবাসার অসহ্য যন্ত্রণায়
অতপর নেমে আসে রাশি রাশি হতাশা
মৃত্যুর দুয়ারে কড়া নেড়ে নিভে যায় প্রেমের শিখা ।
এখনো পৃথিবীতে প্রেম আসে
গ্রামীণ চেক শাড়িতে
লাউয়ের মাচার পাশে অষ্টাদশীর
কোলে ছাগলের বাচ্চা খুনসুটি করে
বিকেলের গোলাপী আলোয় ওড়না মাথায়
এগিয়ে যায় অনাগত সন্ধ্যার কুসুম কুসুম অন্ধকারে
একটা প্রেমের মোমবাতি আলো ছড়াতে থাকে
তোমার হৃদয় আঙিনায়
যার আলোয় তুমি পথ চলো
সূর্য কে ধরে এনে পাশে বসাও
চাঁদের রাতে রূপালি ইলিশের স্বাদ নাও জিহবায়
তুমি নরম আলোয় নতুন ইশতেহার পাঠ করো
পৃথিবীর পথে পথে খুঁজে ফিরি আলোর ছায়া
কবিতার অক্ষরগুলো হয়ে ওঠে প্রেমের থার্মোমিটার।
Add Comment