সাময়িকী: শুক্র ও শনিবার
-খসরু পারভেজ
আজ বৃষ্টি হবে, আকাশের গায়ে জ্বর, কাঁপছে পৃথিবী !
ভালোবাসা, প্রেম জ্বরবৃষ্টি হয়ে পৃথিবীতে আসে !
জীবনের বর্ষাপুরে আজ বৃষ্টি হবে, বৃষ্টি হবে…
স্বর্ণময়ী! কাল রাতে আলোকলতা হয়ে এসেছিলে তুমি
আমার মুখের কাছে তোমার মুখ, আমি বিস্মিত
আমি চোখ বন্ধ করতেই তুমি জিজ্ঞেস করলে
কি গো কবি! চোখ বন্ধ কেন? তাকাও, আমি তো এসেছি!
আমি বললাম, ঝড় এলে তো দুচোখ বন্ধ হয়ে আসে!
তুমুল বৃষ্টির ঝাপটা এলো যে! কি করে তাকিয়ে থাকি বলো!
তুমুল রৌদ্রের আলোকচ্ছটায় চোখ পুড়ে যায়, কি করে তাকাই বলো!
আমি সেই যে দুচোখ বন্ধ করেছি, আর মেলবো না
প্রিয়মুখ গেঁথে যাক বুকের দেয়ালে, চোখের টানেলে
এ জনমে কোনো মানবীকে আমার এটাই যেন শেষ দেখা হয়!
আমি কি স্বপ্ন দেখছি, না জেগে আছি, বুঝি নি কিছুই!
আমি একবার শুধু তাকিয়েছি, আর তাকাতে পারি নি!
এ কি স্বপ্ন! যদি স্বপ্ন হয়, আমি আর কোনোদিন কোনো স্বপ্ন দেখবো না
তোমাকে দেখা আমার এই স্বপ্ন যেন শেষ স্বপ্ন হয়!
তোমাকে দেখার এই চোখে পৃথিবীর অন্য কিছু দেখবো না আর
আমি অন্ধ হয়ে যাবো, সেও ভালো, আমি পৃথিবীর
কাছে বিস্ময়চিহ্ন হয়ে বেঁচে থাকি, ক্ষতি নেই কিছু!
আজ বৃষ্টি হবে, আমি বৃষ্টির আঘাতে ক্ষয়ে ক্ষয়ে যাবো
আমার জীবনে এটাই হোক শেষ বৃষ্টি, আফ্রোদিতি!
সর্বনাশের বৃষ্টিতে ভিজতে ভিজতে তোমার জন্য্ আমি অবানাশী হবো!
Add Comment