কবিতা

প্রেম ও প্রত্যাশা

সাময়িকী: শুক্র ও শনিবার

-বিভি রঞ্জন

শুকিয়ে যাওয়া অশ্রু আর হাজার বছরের আইসবার্গের
যোগসূত্র বোঝে না
আর্কটিকে আটকে পড়া জাহাজের নাবিক;
বোঝে শুধু তাপের গলনাংকের উচ্চমাত্রা
বরফের অবিরাম গলন
নির্বিঘ্ন সমুদ্র পথ।

প্রেম
ভিসুভিয়াস বোঝে না,
জ্বলন বোঝে –
বুকের ভেতরের অনন্ত জ্বলন;
ঝড় বৃষ্টির মাঝেও যেমন জ্বলেই যায়
শিখা অনির্বাণ।

Add Comment

Click here to post a comment

আর্কাইভ

ক্যালেন্ডার

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930