সাময়িকী : শুক্র ও শনিবার
-নূর কামরুন নাহার
পথ ফেলে এসেছি, মুছে দিয়েছি রেখা
ফেলে এসেছি পাখি
নগ্ন পা, হেঁটে এসেছি একা।
আলপথে কি আছে ফসল নাকি শূন্য গোলা।
চিন নেই বসতির, চরাচরে অনিশ্চিতের খেলা
মাটি কর্ষণ করে কি পায় মানুষ ?
আশা নাকি মৃত্তিকার ঘ্রাণ
কি উড়ায় নিজস্ব আকাশে
কর্তিত ঘুড়ি নাকি ফানুস ?
Add Comment