সাময়িকী : শুক্র ও শনিবার
০৬ আগস্ট ২০২২
-আব্দুল আউয়াল
হৃদয়ের সিংহাসনে বসে আছো তুমি
এক অশ্রু নদীতে
সাঁতার নাজানা এক প্রাণ,
অশ্রু নদীতে ডুবে অমর প্রেমে।
বিষাদের পবন আকাশ ছুঁতে ভয় পায়,
মেঘের দুর্দশার শব্দ চেয়ে
অশ্রু নদীর অবক্ষয়।
সেও তুমি, তুমি সব টুকুতে বসে আছো তুমি।
একাধিক ফুলের অলি তুমি,
তুমি নদীর স্রুত,,
তোমার হৃদয় ডাইরির পাতা গুলো
আগে কখনো হয়নি দেখা
হয়নি পড়া , তাই তো ভুল বানান,
ভুল উচ্চারণে
প্রেমের বকুল ভাসছে
আজ অশ্রু জলে।
ভালবাসার হৃদয় পেতেছি,
বহুবার তোমার হৃদয় সম্মুখে।
ক্ষমা চেয়েছি আনমনে
দেখোনি ফিরে,
তোমার অভিজাত্য আর
অহংকার নিয়ে বসে আছো,
অথচ আমি ভাসছি
অশ্রু নদীর জলে
ভাসছে প্রেম
ভাসছে দুটি মনের
কত কল্পকাহিনী
তোমার মিথ্যে প্রেমের হারানো স্মৃতি
বকুল প্রেমহীনার তরে।
জীবন নদীর ব্যার্থ মাঝি আমি
কুল ছুঁতে পারিনি।
Add Comment