সাময়িকী: শুক্র ও শনিবার
-ফারুক আহমেদ
বহুদিন পর গিয়েছিলাম বৃষ্টিদের বাড়ী
ক্ষণে হাসে ক্ষণে কাঁদে
সে দেখি প্রেমে আনাড়ি
শহর পেরিয়ে এলাম সেই কতদূর
ক্ষণে ঝরে ক্ষনে মরে
বোকা বনে সাজলাম ভবঘুর
কতশত নেশা অবেলা মত্ত বিভোরে
ক্ষণে আলো ক্ষণে আঁধার
ফেরারী হলেম এই উপশহরে
হাত বাড়িয়ে চুপিসারে হাতড়ে বেড়াই
ক্ষণে পাই ক্ষনে হারাই
পাওয়া না পাওয়ার দ্বিধায় যেন হেরে যাই।
Add Comment