সাহিত্য

বইমেলায় তাহমিনা শিল্পীর ”লাল লিপস্টিক”

হ্যালোডেস্ক

০৬ জানুয়ারি ২০২৪


অমর একুশে গ্রন্থমেলা ২০২৪-এ প্রকাশ হতে যাচ্ছে তাহমিনা শিল্পীর গল্পগ্রন্থ ‘লাল লিপস্টিক’। বইটির প্রচ্ছদ করেছেন মনিরুজ্জামান পলাশ। প্রকাশ করছে প্রতিভা প্রকাশ।

‘লাল লিপস্টিক’ গল্পগ্রন্থের মূল বিষয় নারী ও জীবন। প্রেম, বিরহ, সুখ-দুঃখসহ সম্পর্কের নানা দিক নিয়ে লেখা হয়েছে গল্পগুলো। ভিন্ন স্বাদের ১৪টি গল্পের ৫ ফর্মার বইটির মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা।পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায় প্রতিভা প্রকাশের ২০৯,২১০ ও ২১১ নম্বর স্টলে।

তাহমিনা শিল্পী একাধারে কবি, কথাশিল্পী, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক। ১৯৭৭ সালের ২ নভেম্বর মাদারীপুর জেলার রাজৈর উপজেলা সদরে জন্মগ্রহণ করেন। বর্তমানে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বাংলাভিশনে কর্মরত।

তাহমিনা শিল্পীর অন্য বইয়ের মধ্যে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ‘কুসুম বউয়ের নাকের নোলক হারিয়েছে গহীন গাঙের জলে’, ‘প্রণয়ের জলবাড়ি’, ‘টেরাকোটায় আঁকা পৌরাণিক প্রেম’ ও ‘ওত পেতে আছে মাতাল জোছনা’।

গল্পগ্রন্থ ‘হৃদয়পুরের চুপকথা’, ‘আলতাদিঘির লালটিপ’, ‘আধ পাগলা জাকির হোসেন’। সম্পাদিত গল্পগ্রন্থ ‘বুনো বাতাসের গল্প’।

শিশুতোষ গল্পগ্রন্থ ‘তমালের সুন্দরী হাঁস’, ‘পুষ্পিতা ও নীল প্রজাপতি’, ‘খরগোশ ছানা ও বুদ্ধিমান টুনটুনি’, ‘অর্পণ ও কাঠবিড়ালি’।

লাল লিপস্টিক-এর সব তথ্য:
বইয়ের নামঃ লাল লিপস্টিক
বইযের ধরণঃ গল্পগ্রন্থ
গল্পের সংখ্যাঃ ১৪টি
প্রচ্ছদশিল্পীঃ মনিরুজ্জামান পলাশ
প্রকাশনীর নামঃ প্রতিভা প্রকাশ
স্টল নম্বরঃ ২০৯, ২১০, ২১১

আর্কাইভ

ক্যালেন্ডার

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930