হাত-ধরাধরি করে এলো বসন্ত ও ভালোবাসা দিবস
-হুমায়ূন কবীর ঢালী
বসন্ত আসে বসন্ত যায়
অবহেলাটা যায় না, থেকে যায়
ঘাপটি মেরে জাপটে ধরে
আষ্টেপৃষ্টে থেকে যায় ।
অবহেলা বড় করুন ও কষ্টকর এক নাম
নিদারুণ যন্ত্রণাদায়ক
অপমানের চুড়ান্ত ।
বসন্ত আসে আসুক, অবহেলা নয়
আসুক, তবে না যাক।
বসন্ত আসার আগেই তো ফুল ফুটেছিল
পাখি ডেকেছিল শাখে
ভোরের বাতাস বইছিল শরীরে শীতল পরশ বুলিয়ে
প্রজাপতি উড়েছিল চঞ্চল চপলতায়
শিশিরে সিক্ত ঘাসের ডগা নেচেছিল প্রেমাষ্পদে।
তবু তাড়া চলে যাওয়ার!
এমন তো হতে পারে
বসন্ত থেকে যাবে ঘাপটি মেরে
শুধু অবহেলা যাবে চলে?
Add Comment