সাময়িকী: শুক্র ও শনিবার
-শফিক শাহরিয়ার
সবার মনে দোলা দিয়ে
হাজার ফুলের ডালি নিয়ে
কে এলো আজ
কার এত সাজ?
আমার হাতে
নেই কোনো কাজ।
পাখির মুখে সারাটা দিন
বসন্তেরই গান,
কেবল আমি দখিন হাওয়ায়
পেতে থাকি কান।
হারিয়ে যাই ফুলের বনে
গন্ধে মাতি আপন মনে
ফুলের সাথে পাখির সাথে খেলা।
তুমি যদি
নিরবধি
থাকো পাশে
ও দরদী
তোমায় নিয়ে খেলবো সারাবেলা।
ফুল ফুটেছে রাশি রাশি
ছুঁইয়ে দিতে ভালোবাসি
উদাস হয়ে
সুবাস লয়ে
যাচ্ছে পবন
বয়ে বয়ে
রঙ-বেরঙের বসন্ত আজ
সবুজ পাতার দেশে
আমায় নিয়ে উধাও হলো
জানি না তো কে সে?
Add Comment