ঈদুল ফিতরের শুভেচ্ছা
-মিনহাজুল হক খাদেম
বাংলার অভিনব সৌন্দর্য আমি দেখি
ঘাটে মাঠে সন্ধ্যায় অসীমের প্রান্তে বসি
দোয়েল কোকিলের গুন গুন শুনি
আমি সন্ধ্যাতাঁরার প্রান্তে তিতাসের কান্না দেখি
চারপাশে আবহমান প্রকৃতির পুলক
ঘাসের চাদরে রূপালী উৎসব
বাউল গেয়ে যায় হিরন্ময় শৈশব
সবুজের মাঝে ফিরে পায় সুখ সব
প্রভাতের মিষ্টি রোদে মেঘনার মোহনায়
মিষ্টি হাওয়ায় গাংচিল উড়ে উড়ে গায়
আলো আঁধারে চড়ুই লুকায়
কিশোর সবুজ বাংলায় ঘুড়ি উড়াই
জন্মভূমিতে বহু জনম বাঁচতে চাই।
Add Comment