সাময়িকী : শুক্র ও শনিবার
-আব্দুল হান্নান মোল্লা
০৭ আগস্ট, ২০২১
রাইতে যারা শরীর বেচে
দিনে রূপের রাণী,
তাদের শরীর চিবায় যারা
তারা-ও শোনায় বাণী।
আজব দেশের গজব কাহান-
জাহান জুড়ে কোথাও নাই!
নকরি দিয়ে নাভী চুমু’য়
দিনে বলে বিচার চাই।
রাতের রাণীর পানি খেতে
বসে যারা আসন পেতে-
ফাইলে ফাইলে উঠে ফেঁপে
পেঁপে’র মতো ভুড়ি,
দেশ লুটেরা খবিশ তারাই
করছে যে জোচ্চুরি।
দিন দুপুরের ভদ্রলোক-ই
নেশার জলসা ঘরে,
মদ-মাস্তি-নটির লাগি
উপোস করে মরে।
হাঁকে-ডাকে বাঁকে বাঁকে
রাখে নীতির খাতা,
মক্ষিরানী ‘র আস্তানাতে
তাদের শিথান পাতা।
আইন কানুনের বয়ান ঝাড়ে
ঘাড় চোয়ালে ভাঁজ,
দু’হাত ভরে অর্থকড়ি
লোপাট করা-ই কাজ।
শোনেন সবে আজকে তবে
এঁদের আসল রূপ,
রাষ্ট্র চোষা রাক্ষস এঁরা-
ঝোপবুঝে দেয় কোপ।
শরীর বেচা সাবিত্রীরা -ও
পাক্কা নটি ঘটি!
এঁদের গা’য়ে লোটায় যারা
তারা-ও কী খুব খাঁটি?
দরবারে সে বিচার বাবু
মস্ত মহাজন,
ভদ্রলোকের লেবাসধারী
হরিদাস হারাধন!
রাতের নায়ক, দিনের কর্তা
স্যুট-কোট খুব দামী,
রঙিন পানির অভিজাত ঘরে
এঁরাই পতিত স্বামী।
নস্যি গুলোর টিকি ধরে
রাষ্ট্র কুড়ায় মান!
রাঘববোয়াল হয় যে আড়াল
বাড়ে তাদের শান।
এলিট পাড়ায় রাত্রে খাঁড়ায়
ঝিকঝিকে সব গাড়ি
সিরামিকের দালানগুলো-ই
বাঈজী গণের বাড়ি।
রাষ্ট্র কবে শুদ্ধ হবে?
বেশ্যা হবে বুড়ি!
স্বদেশ ঘাড়ে হীরক রাজা
আর না চালাক ছুরি।
পরী, ছুঁড়ি, মৌ পোকা’দের
ভাঙুক লম্বা হাত!
সুস্থ সমাজ আসুক ফিরে-
কাটুক আধার রাত।
Add Comment