সাময়িকী : শুক্র ও শনিবার
২৮ অক্টোবর ২০২২
― এম আর মনজু
বৃষ্টি নামের মিষ্টি মেয়ের
কান্না যেনো ঝরছে
মাঠে ঘাটে টিনের চালে
টুপ টুপা টুপ পড়ছে।
পুকুর পাড়ে কোলা ব্যাঙে
ঘ্যাঙর ঘ্যাঙর ডাকছে
আকাশ জুড়ে দেয়া খুবই
গুড়ুম গুড়ুম হাঁকছে।
ঝিলিক দেয়া বিজলী যেনো
মৃদু আলোয় জ্বলছে
ঝড়ো হাওয়া হঠাৎ এসে
ডালপালা সব দলছে।
কাইস সোনার ভালো লাগে
দমকা হাওয়া দেখতে
বৃষ্টি ভেজা দারুন ছোঁয়া
খাতার পাতায় লেখতে।
Add Comment