সাময়িকী: শুক্র ও শনিবার
-সাঈদা নাঈম
অরিত্র, বেঁচে থাকতে কী লাগে
তোমার কি জানা আছে?
জানা নেই। একেকজনের স্বপ্ন একেকরকম
প্রতিটি মানুষ তাই হরেকরকম।
আমার কিছু স্বপ্ন ছিল
অনেক কথা বলার ছিল
অনেক সাধ ছিল।
পূরণ করার সাধ্য তোমার নেই
সবকিছু তাই চাপা দিয়ে দেই।
জীবন চলছে নদীর মতো
কখনও কি চলে নিজের মতো?
কখনও জানতে ইচ্ছে করে না তোমার
কি ছিল স্বপ্ন আমার?
জানতে ভয় না দ্বিধা
নাকি শুধু অবহেলা।
তাই হবে, কেটে যাক সব হেলায়
দিন শেষে যখন খুঁজবে আমায়
দেখবে, এ তো আমি নই
অন্য কেউ বাস করছে
একই ছাদের তলেয়।
সময় যদি পাও পড়ে নিও এ কাব্য
ভেবো না এতেই আমি হবো ধন্য।
লিখে রেখে গেলাম
আমারই আমি।
Add Comment