সাময়িকী: শুক্র ও শনিবার
-আশেক ই খোদা
ব্যস্ত আমি ব্যস্ত তুমি
ব্যস্ত মানবকুল।
ব্যস্ত পাখি, ব্যস্ত আঁখি
ব্যস্ত গোলাপ ফুল।
ব্যস্ত নদী ব্যস্ত সাগর
ব্যস্ত খেয়ার ঘাট।
ব্যস্ত পথিক ব্যস্ত নাবিক
ব্যস্ত খেলার মাঠ।
ব্যস্ত শিশু ব্যস্ত যুবক
ব্যস্ত কিশোরেরা।
ব্যস্ত শামুক ব্যস্ত ঝিনুক
ব্যস্ত স্বপ্নঘেরা।
ব্যস্ত ধুলো ব্যস্ত চুলো
ব্যস্ত পোড়াকাঠ।
ব্যস্ত ছাই ব্যস্ত দায়
ব্যস্ত রাস্তাঘাট।
ব্যস্ত চোর ব্যস্ত ডাকাত
ব্যস্ত ঘুষখোর।
ব্যস্ত রাতি ব্যস্ত হাতি
ব্যস্ত রঙিন ভোর।
Add Comment