সাময়িকী : শুক্র ও শনিবার
-আশরাফ পিন্টু
প্রচণ্ড ভীড়!
জ্যোতিষী প্রসেনজিৎ হাত দেখে মানুষের ভবিষ্যত বলে দিচ্ছেন। তিনি সকলের বামহাত উল্টেপাল্টে তালুতে রেখাগুলো নিরিখ করে দেখছেন- কার ভাগ্যে রবি-মঙ্গলের প্রভাব, কার ভাগ্যে শনি-রাহুর প্রভাব রয়েছে। যাদের ভাগ্য শনির দশা বা রাহু গ্রাসের কবলে পড়েছে তারা ভীত-সন্ত্রস্ত হয়ে জ্যোতিষীর কাছে প্রতিকারের উপায় জানতে ব্যস্ত হয়ে পড়ছে। জ্যোতিষী তাদের সাহস ও সান্ত্বনা দিয়ে উপায় বাতলে দিচ্ছেন। এতে তার পকেটও ফুলে-ফেঁপে উঠছে।
চারপাশে শীতের সন্ধে ঘনিয়ে আসছে। জ্যোতিষীর পাশ থেকেও ভীড় কমে গেছে। এমন সময় চাদরপরা এক আগন্তুক এসে দাঁড়ায় তার সামনে।
আগন্তুককে উদ্দেশ্য করে জ্যোতিষী বলেন, জলদি বসে পড়ুন, হাত দেখান। সন্ধে ঘনিয়ে আসছে, বাড়ি ফিরতে হবে।
আগন্তুক হাঁটুগেড়ে বসে আস্তে আস্তে চাদরের ভিতর থেকে হাত দুটো বের করে জ্যোতিষীর সামনে রাখে।
জ্যোতিষী প্রসেনজিৎ হতবাক হয়ে দেখেন, তার দুটো হাতই কবজি পর্যন্ত কাটা, হাতে কোনো আঙুল নেই!
Add Comment