সাময়িকী: শুক্র ও শনিবার
-সুমিতা বিশ্বাস
ভালোবাসতে আমি জানি না।
ভালোবাসার রং কি?
আমি তাও জানি না ।
যখন দেখি ক্লান্ত ফেকাসে মুখ
কেমন যেন কষ্ট লাগে
অজান্তেই কাঁপে বুক।
ভালোবাসতে আমি জানি না।
ভালোবাসার রুপ কি?
আমি তাও জানি না।
মত অমতে খুনসুটিতে
যখন দেখি গোমড়া মুখ,
ভালো লাগেনা কোন কিছুতে
পাইনা কেন কোন সুখ?
ভালোবাসতে আমি জানি না।
ভালোবাসার গন্ধ কি?
আমি তাও জানিনা।
অভিমানে ক্রোধের বসে
দরজা করি বন্ধ,
শূন্য ঘরে ক্ষনিক পরে
খুঁজি কেন তার গন্ধ?
ভালোবাসতে আমি জানি না।
ভালোবাসার ভাষা কি?
আমি তাও জানিনা।
কারণে কিংবা অকারণে
কথা হয় যদি বন্ধ,
চোখের ভাষায় কতো কথা
ভুলে যাই সব দ্বন্দ্ব।
ভালোবাসতে আমি জানি না।
ভালোবাসার পূর্ণতা কি?
আমি তাও জানি না।
একা থাকার করি যখন পন,
নিদারূণ শূন্যতা গ্রাস করে
চোখে নামে বাঁধ ভাঙ্গা শ্রাবণ।
ভালোবাসতে আমি জানি না।
কিভাবে ভালোবাসতে হয় ?
আমি তাও জানি না।
Add Comment