সাময়িকী : শুক্র ও শনিবার
-বাপ্পি সাহা
আমার কাছে তুমি মানে, এক বিন্দু আকাশ
আমার কাছে তুমি মানে, শীতল হাওয়া বাতাস।
আমার কাছে তুমি মানে, এক বিশাল সিন্ধু।
আমার কাছে তুমি মানে, শুদ্ধ তুষার বিন্দু
আমার কাছে তুমি মানে, এক বৃত্তে পৃথিবী
আমার কাছে তুমি মানে, সন্ধ্যে জোনাকী।
আমার কাছে ভালোবাসা মানে, একটু অন্যরকম কল্পনায় আঁকি দৃষ্টি
আমার কাছে ভালোবাসা মানে, বীনে সুঁতোয় বাঁধা বিধাতার অপরূপ সৃষ্টি।
ভালোবাসা মানে, তুমি আমি, একই ছন্দের সাজানো পঙক্তি।
ভালোবাসা মানে, রংধনুর নীল আকাশ স্বর্নে মোড়ানো এক রত্তি।
আমার কাছে ভালোবাসা মানে, হাজার তাঁরার মাঝে খুঁজে নেওয়া একটি ধ্রুবতাঁরা
আমার কাছে ভালোবাসা মানে সেই তুমিটা যেই তুমিটা আকাশ সমান নদীর গতিধারা।
ভালোবাসা মানে, “ভালোবাসি” সত্যটাকে মনের গভীর থেকে প্রকাশ করা
ভালোবাসা মানে, কষ্ট দেবার নামে আনন্দকে উপভোগ করা।
ভালোবাসা মানে, তুমি কাছে থাকা, কখনো দূরে রাখা
ভালোবাসা মানে, একশো আটটি পদ্ম ফুলে গাঁথা মালায় ভুলে ভরা সব কবিতা।
Add Comment