তরঙ্গটুডে

ভালো ছেলে পেলে আবারও বিয়ে করবেন অভিনেত্রী মুনমুন

চিত্রনায়িকা মুনমুন। ফাইল ছবি

হ্যালোডেস্ক।।  এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী মুনমুন আবারো বিয়ের ঘোষণা দিলেন। বললেন, ‘বিয়ের পরিকল্পনা আছে। জীবন কারও জন্য থেমে থাকে না। জীবন চলবে জীবনের মতো করে।

ঢালিউড নায়িকা মুনমুন এর আগে দু’বার বিয়ে করেছিলেন। কিন্তু নানা কারণে দীর্ঘস্থায়ী হয়নি সেই সংসার। তাই বিয়ের জন্য এবার গোছানো ছেলে খুঁজছেন তিনি।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে চিত্রনায়িকা মুনমুন জানিয়েছেন, মনের মতো গোছানো কোনো ভালো ছেলে পেলে চলতি বা আগামী বছরের যে কোনো সময় বিয়ের পিঁড়িতে বসতে পারি।

মুনমুন বলেন, “বিয়ের পরিকল্পনা আছে। আছে ঘর বাধারও। তবে মনের মতো কাউকে খুঁজে চলছি।

প্রসঙ্গত, ২০০৩ সালে এক লন্ডন প্রবাসীকে বিয়ে করেছিলেন মুনমুন। কিন্তু ২০০৬ সালে সংসার ভেঙে যায় তার। এই সংসারে মুনমুনের একটি সন্তানও রয়েছে। তারপর ২০১০ সালে রোবেন নামে এক মডেলকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু সেই সংসার বেশিদিন স্থায়ী হয়নি। এবার তৃতীয় বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।

আর্কাইভ

ক্যালেন্ডার

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930