সাময়িকী: শুক্র ও শনিবার
-শিরিনা বিথী
তোমাকে ভুলে থাকা আমার জন্য সহজ কোন বিষয় নয়
তুমি আমার কাছে সম্পূর্ণভাবে ভিন্ন এক মানব।
তুমি ভেবো না তোমাকে আমি ইচ্ছে করে নানা ব্যস্ততার অজুহাতে ভুলে থাকি
আবার এটাও ভেবো না নিজের প্রয়োজন ফুরিয়ে গেছে বলে
একেবারে স্বাভাবিক নিয়মে অন্য দশজন স্বার্থপরের মতো নিজেকে গুটিয়ে নিয়েছি।
কারণ তুমি আমি মানে আমরা অন্য সবার মতো
স্বাভাবিক সম্পর্কের বেড়াজালে কখনো আটকায়নি।
আমাদের ভালোবাসা ছিল ভালোলাগার।
ভালোবাসি শব্দটি কখনো উচ্চারণ করেছি বলে আমার মনে পড়ছে না।
তুমিও বোধ করি একই ভাবে বলবে।
ভাললাগার গভীরতায় এত বেশি বুদ হয়ে থেকেছি
যে কখনো “ভালবাসা” নামক চারটি বর্ণ আমাদের কন্ঠ থেকে উচ্চারিত হয়নি।
বরং লক্ষ্য করেছি যত দিন গড়িয়েছে দুজন মানুষের
বোঝাপড়ার পরিপক্কতা অনেক বেশি গাঢ় হয়েছে।
দুজনের প্রতি মুগ্ধতা ছড়িয়েছে আকাশ সমান।
নিজেদেরকে পরিশুদ্ধ করবার চেষ্টায় আমরা হেঁটেছি অবিরত।
কোন অদৃশ্য ভয় আমাদেরকে তাড়া করেনি।
কারণ আমরা আমাদেরকে কখনো সম্পূর্ণরুপে নিজের করে পেতে চাইনি।
কখনো তীব্র ইচ্ছে টাকে আমরা প্রশ্রয় দেয়নি।
হাতটি ছুঁয়ে তুমি কখনো দেখতেও চাওনি ঘরকন্নার কাজ করতে করতে হাতের কোথাও
কোন পোড়া দাগ আছে কিনা? অথবা তুলতুলে আঙ্গুলগুলি খসখসে হয়ে গিয়েছে কিনা?
এত বেশি উপেক্ষা আর উদাসীনতা থাকা সত্ত্বেও কখনো কোন অভিযোগ আমাদের নিরেট ভালবাসায় ঠাঁই পাইনি।
কিন্তু আজ আমি একেবারে নিশ্চুপ,
আজ আমি ভীষণ দিশেহারা পথিকের মতো,
আজ আমি সত্যি অপ্রস্তুত।
তোমার আমার ভালবাসাটা যে একটুও অন্য রকম নয় এটা ভেবে।
তোমাকে আজ সবার মতো সাধারণ ভাবতে
আমার ভেতরটা ভেঙে চুরমার করে দিচ্ছে।
বারবার মনে হচ্ছে আসলে তুমি এমন নও,
তুমি এমন হলে পৃথিবীটা এত সুন্দর কি করে হয়?
আমার এক রত্তি পৃথিবীর একমাত্র অবলম্বন যে তুমি।
সেই তুমি পরিণত হলে সাধারণের কাতারে।
তাই তোমাকে আমি এখন সচেতন ভাবেই ভুলে থাকি।
Add Comment