সাময়িকী: শুক্র ও শনিবার
-সাকিল আহমেদ
আজ যা তোমার মনের অবস্থা তাতে অনায়াসে
একটা কমিশন বসানো দরকার মন কমিশন।
একজন অবসর প্রাপ্ত বিচারপতিকে চেয়ারম্যান করে এগিয়ে যাক সব।
আজ যা তোমার মনের অবস্থা
তাতে কমিশনের অনেক কাজ।
রিজার্ভ ব্যাংকের লকার খোলা দরকার।
যে লকারে রাখা ছিল তোমার মনকেমনের চিঠি , ভুল বানানে।
সেগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না।
তোমার হারিয়ে যাওয়া ওয়ালেট গুলো খুঁজে বেড়ায় ব্যর্থ প্রেমিক।
আজ যা তোমার মনের অবস্থা তাতে
এক সিসি গ্লিসারিন অনায়াসে ঢালা যায় ছাদনাতলায়।
মন জামদানি পরে বিহু গায়, বেনারস ঘরানা থেকে বাবা আলাউদ্দিন
শেখান ছেলে রবিশঙ্করকে সুর ইমন কল্যাণ।
মন আজ ওয়েলেকসে বেচে দেয় সব অহঙ্কার।
নিরমবু উপবাসে থাকা মন জিকিরে বসে।
মনের একটা কমিশন বসার দরকার।
মন মাঝিরে তোকে কে দেবে আজ মনদরিয়ার পয়গম।
Add Comment