-সোমা পাল দাস
এসো, জাদু আয়নার সামনে
হও স্থির নরম পলি জমা মাটি,
তোমার শরীর ওগো মৃণ্ময়ী,
তাকিয়ে দেখো,
এ মিথ্যা মায়া -প্রাচীর!
জাননা কি?
পোষা মার্জার ও আঁচড়ায়
পেলে নরম জমিন!
কাদের জন্য ছিল খোলা
তোমার দোর?
ক্ষতবিক্ষত তুমি তাই এফোঁড় ওফোঁড়
ওগো মৃণ্ময়ী,
ভাঙো, ভাঙো এবার বৃথা স্বপ্ন ডোর।
এসো মেয়ে বসো একা চেয়ে দেখো
একা নদী পতিতপাবনী!
ভালোবেসেছিলে? করেছো উজাড়?
ভেবোনা এ তোমার একার দায়ভার
ওগো মৃণ্ময়ী,
অভিমান ভেঙে হও শান্ত পাহাড়।
দেখো মেয়ে দেখো চেয়ে একা
পথ সামনে এগিয়ে যাওয়ার….
জাদু আয়না, জাদু আয়না
বলোতো এবার আর ঠিক
কী কী আছে হারাবার!
ওগো মৃণ্ময়ী সময় এসেছে,
বন্ধু-মুখোশ খসাবার।
তুমি মেয়ে একা নও মৃণ্ময়ী তুমি,
এবার চিন্ময়ী হও।
এসো, জ্বালি আলো,
মায়া, শোক ভুলি ক্ষতে ক্ষত
গেঁথে সাজাই বরণ ডালি
ওগো চিন্ময়ী আলোর পুজোয়
ঘুচে যাক চোরাবালি।
Add Comment