সাময়িকী: শুক্র ও শনিবার
-সাঈদা নাঈম
দু ‘মুঠো খেয়ে বেঁচে থাকার জন্য এ মানব জাতির জন্ম নয়। মানুষ সৃষ্টিকর্তার সেরা জীব।
ইতর শ্রেনীর প্রাণীর সাথে এটাই তফাৎ। মানুষ তাই অর্থের নেশায় ছুটে বেড়ায় দেশ -বিদেশ।
জীবন -যাপন করছে যন্ত্রের ন্যায়। এ অর্থ অনেকসময় আনন্দ দেয় আবার অনেক সময় বিরহ -ব্যথা কিংবা বিচ্ছেদ ঘটায়।
সৃষ্টিকর্তা চিন্তা করার শক্তি আমাদের দিয়েছেন। অনুভবের প্রয়াস দিয়েছেন। আর আমরাই অতি প্রজ্ঞায় প্রজ্জ্বলিত হয়ে তাঁকে অস্বীকার করে মত্ত থাকি নিজেদের ভবের খেলায়। পরম প্রিয় মানুষের সান্নিধ্য তখন পরিশ্রান্ত ভাব দূর করতে পারে না। পাওয়া না পাওয়ার কষ্টগুলো এভাবেই অহনা পুষে রেখেছে
নিজের মাঝে। ঝিনুক যেভাবে মুক্তো দানাটিকে লুকিয়ে রাখে। ফুয়াদের এতে কোনো মাথ্যব্যথা নেই। অহনা ভালো আছে কি নেই এ খোঁজ রাখার প্রয়োজনটুকু তার আজ নেই। তাহলে কি ফুয়াদ মানবব জাতির থেকে বের হয়ে দ্বিতীয় দলে নাম লিখিয়েছে?
Add Comment