সাময়িকী : শুক্র ও শনিবার
-তৌফিক জহুর
১৭ সেপ্টেম্বর ২০২১
ভোরের রোদ গায়ে মেখে
দৌড়াই স্কুলের পথে
প্রথম বেঞ্চে বসার ঘোরে
সারারাত ছটফট করতাম
একটা সকালের জন্য
মায়ের হাতে ভাত সম্ভারার স্বাদ
জিহবায় নিয়ে বই হাতে দৌড়াতাম
শেফালী ফুলের ঘ্রাণে সকালের রাস্তা খলখলিয়ে হাসে
জীবনের সিঁড়ি পথে প্রতিদিন
শেফালী ফুল কুড়াতাম
দৌড়াতে দৌড়াতে একদিন
নতুন খাতায় নাম লেখালাম
কোমল জ্যোৎস্না সাঁতরে শিশির ভেজা সকাল
হারিয়ে, মালতীনগরের বুকে এঁকে দিলাম
নতুন পদচিহ্ন। প্রখর রোদের তেজে এখন যেখানে
পড়তে যাই, মুরুব্বীরা বলেন,
চৌধুরী সাহেবের ছেলে হাইস্কুলে পড়ে।
Add Comment