স্বাস্থ্যসৌন্দর্য

মাস্ক পরিষ্কার করবেন যেভাবে

হ্যালোডেস্ক

করোনাভাইরাস আতঙ্কে মাস্ক এখন নিত্যসঙ্গী। তবে নিয়মিত মাস্ক পরিষ্কার না করলে কিন্তু এই সচেতনতা বৃথা যাবে। যদি সার্জিক্যাল মাস্ক ব্যবহার করেন, তাহলে ধোয়াধুয়ির ঝঞ্ঝাট নেই। সার্জিক্যাল মাস্ক একবার পরে ফেলে দিতে হয়। কিন্তু এন৯৫ (চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ব্যবহারের জন্য) ও সুতির কাপড়ের মাস্ক বা টেরিলিন কাপড়ের মাস্ক এমনকি ঘরোয়া উপায়ে বানানো মাস্ক পরলেও নির্দিষ্ট রীতি মেনে তাদের পরিষ্কার করতে হবে। জেনে নিন কীভাবে পরিষ্কার করবেন মাস্ক।

জরুরি প্রয়োজনে বাসা থেকে বের হলে মাস্ক ব্যবহার করতেই হবে। ফিরে মাস্ক খুলবেন ফিতার অংশটি ধরে। মাস্কে সরাসরি হাত দেবেন না। এবার তা সাবান-পানিয়ে ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে নিন।

ক) পরিষ্কারের পর স্যাভলন মেশানো পানিতে ডুবিয়ে ঝুলিয়ে রাখুন কড়া রোদে।

খ) ফিতার অংশটিতে ক্লিপ দিয়ে দড়ির সঙ্গে ঝুলিয়ে দেবেন।

গ) আরও একটি উপায়ে পরিষ্কার করতে পারেন মাস্ক। পানি ফুটিয়ে লবণ মিশিয়ে মাস্ক ফেলে ফুটিয়ে নিন।

ঘ) শুকোনোর পর সময় নিয়ে ইস্ত্রি করে নিন।

ঙ) কোনও ভাবেই ভেজা মাস্ক পরবেন না। এতে সংক্রমিত হওয়ার ঝুঁকি বাড়ে।

আর্কাইভ

ক্যালেন্ডার

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930