সাময়িকী: শুক্র ও শনিবার
-নন্দিতা ঊর্মি
চোখের ভিতর মায়া দিঘি
দু:খ যেথায় করে বাস
তার জলেতে চাঁদের আলো
খেলা করে বারোমাস
তুমি যেথায় জোছনা দেখো
আমি দেখি সর্বনাশ
কাজল কালো দিঘির জলে
আলোর মাঝে আঁধার খেলে
কষ্টগুলো ভাসায় ভেলা
বেলার ওপর বাড়ে বেলা
প্রেমের বুকে মাথা রেখে
একলা কাঁদে দীর্ঘশ্বাস
তুমি যেথায় জোছনা দেখো
আমি দেখি সর্বনাশ
শ্রাবণ ভাঙে দিঘির জলে
বৃষ্টি ভেজে ঢেউয়ের তালে
সেই ঢেউয়ে পরাণ বাঁধি
আধো মায়া আধো ফাঁকি
উজানে ধায় অচিন পাখি
জেগে থাকে শূণ্য আঁখি
ছায়ার সাথে বসবাস
তুমি যেথায় জোছনা দেখো
আমি দেখি সর্বনাশ
Add Comment