সাময়িকী : শুক্র ও শনিবার
১১ ফেব্রুয়ারি
-কামরুল বাহার আরিফ
ভালোবাসতে বাসতে আমি হেরে যাই।
এক নীলছোঁয়া নদী চিরকাল
হেরে যাওয়ার পাঠ শিখিয়ে
বারবার আমাকেই জিতিয়ে যায়–
এক প্রসন্ন সন্ধ্যাহৃদয়কে অজেয় ক’রে
সে তো এক মায়াবতী—গল্পকথা!
গল্পের পরম্পরায় মাতৃত্বের বিশ্বাস
নদীর উপরে যার অনন্ত আকাশ, উদার জমিন
বয়ে চলা সেই নদী কিশোরী ঘুঙুর
মায়ামুখে প্রশান্তি– স্নেহের পরশ
ভালোবাসায় জলপূর্ণ শান্ত দীঘি।
সে তো এক নীলছোঁয়া মায়ার নদী।
যার কাছে হেরে হেরে, জিতি নিরবধি।
Add Comment