সাময়িকী : শুক্র ও শনিবার
-কবির জুয়েল
আমার একটা বিরহ প্রেম আছে
একটা মায়া আছে;
আছে মায়ার মানুষটাও।
অথচ তাকে-
কাছে পাওয়ার আকুলতা নেই
আপন করে পাওয়ার ব্যস্ততা নেই।
কাছে যাওয়ার আকুলতা নেই;
দূর যাবারও ভয় নেই।
নেই ছুঁয়ে দেখবার তীব্র বাসনা।
নেই অধরে ঠাই করে-
জনম সুখ আচ্ছাদনের ইচ্ছে।
কিন্ত-
অনেক নিকটে থাকে সে
মনের নিকটে স্বপ্নের নিকটে
বিশ্বাসের নিকটে আষ্ঠেপিষ্ঠে।
আপন থেকেও বেশি আপন
প্রিয় থেকেও বেশি প্রিয় সে।
কি অদ্ভুত এক মায়া
থাকে শুধু দেখবার আকুলতা;
অপলক চেয়ে দেখবার।
যেমন আকাশ দেখার সাধ আমি
যখন ইচ্ছে পুরন করতে পারি
ঠিক তেমন যদি তাকে দেখতে পেতাম
কতই না শূন্যতা কেটে যেত
পাওয়ার আনন্দে পারিনি যা মেলাতে
দুচোখের আকুলতায় যদি পেতাম
এ জনম আমার ধন্য হতো মায়ার মানুষ।
Add Comment