সাময়িকী: শুক্র ও শনিবার
-জিয়াসমিন আক্তার
হাটটিমাটিম শিংএর ছড়া
অনেক হলো মা
এবার তুমি অন্যকিছু
আমায় শোনাও না!
প্লে স্টোরের বোরিং খেলায়
মন ভরে না মা গো
তুমিওতো আমায় ছেড়ে
অফিস গিয়ে থাকো!
বাবারও কাজ আপুও পড়ে
আমি করব কি
বসে বসে একই কার্টুন
একাই তো দেখি!
জানলা ধরে দাঁড়াই মাগো
আকাশখানি দেখি
মনে মনে মনের কথা
মেঘে মেঘে লিখি!
হতাম যদি পাখি মাগো
কত্ত মজা হতো
উড়ে উড়ে যেতাম দূরে
হেথায় মনের মতো
হতাম যদি পালের নৌকা
নদী, সাগর জলে
নানা দেশে ভেসে ভেসে
যেতাম মাগো চলে!
কিংবা হতাম ফোনটা যদি
ব্যাগের ভেতর ভরে
আমায় তুমি ঠিকই নিতে
তোমার সাথে করে!
আমি যদি হতাম মাগো
মস্ত অফিসার
লাল একটা গাড়ি ঠিকই
থাকতো যে আমার!
তখন কিন্তু তোমার চাকরী
করাই হতো না
গাড়ি করে ঘুরতাম মাগো
আমরা দু’জনা!
রাত্রি হলে তেমার কথা
বেশি মনে পড়ে
তোমার বুকের ওম পেতে
মনটা কেমন করে!
এমন কেনো জীবন মাগো
রোবট রোবট খেলা
পড়া পড়া কারাগারে
কাটে সারা বেলা!
গাঁয়ের ছেলে, নৌকা মাঝি
ওরাই ভালো আছে
সারাবেলা স্বাধীন জীবন
কাটায় নিজে নিজে!
ফুল ফোটে, বৃষ্টি ঝরে
সবাই সবার মত
মানুষ হলাম বলেই মাগো
হিসেব কষা যত!
এটা করোনা ওটাও নয়
কত্ত বাঁধা নিষেধ
সবার সাথেই সবার মাগো
হচ্ছে ভেদাভেদ!
মানুষ নয় তো পাখি হবো
ওগো প্রভু শোন
আবার তুমি গড়লে আমায়
পাখি করো যেনো!
দিনরাত্রি সকল সময়
এটাই শুধু চাই
মধুর আমার মামণিটা
কাছে যেনো পাই!
Add Comment