সাময়িকী: শুক্র ও শনিবার
-সালেহ্ রনক
চেতনায় একুশ
বয়স সম্ভবত ৩৫ থেকে ৩৭ এর মধ্যে হবে। কপালে লাল টিপ, হাতে চুড়ি। সাদা জমিনের শাড়িতে কে যেন আপন মনে রঙের খেলা করে গেছে!
চুড়ির শব্দে পাশে ফিরে তাকাতেই দেখি দুপুরের রোদে রিক্সার বাম পাশে বসে আছে রৌদ্রদেবী। একটু পর পর ডান হাত দিয়ে কপালে উপর পড়ে থাকা চুল সরিয়ে দিচ্ছে। মাথাটা নিচু করে আপন মনে পাকা টক বরই লবন মরিচ দিয়ে খাচ্ছে। স্বাদে আর টকে নিজের ঠোঁট নিজেই কামড়ে ধরছে থেকে থেকে।
হঠাৎ দেখি রিক্সাখানা চোখের সামনে থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছে। বেসরিক ট্রাফিক পুলিশ আর সময় পেলো না সিগন্যাল তুলে নেয়ার। অন্যান্য দিন ঘন্টার পর ঘন্টা জ্যাম লেগে থাকে, আজ তা হলে কি হলো? আজকে লোকজন কি সব ঘরে ঢুকে বসে আছে?কি হতো আজ সারাটা দিন ঢাকা শহর জ্যামে অচল হয়ে থাকলে?
ট্রাফিক পুলিশ কবে বুঝবে মানুষের মন?
এই রিক্সাওয়ালা ভাই সামনে যেখানেই টক বরই দেখবেন, গাড়ি থামাবেন। আজ সারাদিন শুধু লবন মরিচ দিয়ে টক বরই খাবো।
আজকে কেন জানি মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুস্বাদু ফল টক বরই।
এতো সুন্দর করে যে টক বরই খাওয়া যায় জানা ছিলো না।
মাথার ভিতরটা ফাঁকা ফাঁকা লাগছে জ্বরের কারণে নাকি টকের আধিক্যে বুঝতে পারছি না।
Add Comment