সাময়িকী: শুক্র ও শনিবার
-শামসুদ্দিন হীরা
ভাবছো তুমি বদলে দেবে!
রাজ্যধন্য সেনা?
এমন রাতে করছি কেন
যৌথ আলোচনা।
সমাজে আজ মিথ্যে সফল
সারল্য কোণঠাসা।
অনলাইনেতে কুৎসা চলে
মিথ্যা সত্য বলা।
আলো যখন চেয়েছিলে,
আধাঁর দিলো ঢেকে।
সাহস করে ঘুরে দাড়াও!
ফিরতে হবে ঘরে।
জীবন যখন তাল কেটে যায়
বোধ আসে তার পরে।
চারদিকে ক্রুদ্ধ শ্বাপদ
অচল পথের পাথর।
মৃত্যু যখন শোকপ্রিয় হয়,
মানুষ তখন কাতর।
Add Comment