সাময়িকী : শুক্র ও শনিবার
-হোসনেয়ারা বেগম
১৭ সেপ্টেম্বর ২০২১
যদিও বলনি আমায়
কি ফুল পরব খোঁপায়
কোন রং শাড়িতে মানায়।
বলোনি তো কখনও
হৃদয়ে স্থান দিয়েছ কোথায়!
তবুও তোমার চোখে চোখ রেখে
ভালোবাসার অসীম আকাশ দেখে
সবকিছু জেনেছি সহসাই।
অনুভবের অঝোর বৃষ্টি নেমেছে যখন
তুমি আমি পাশাপাশি হেঁটে গেছি
নিমগ্ন প্রণয়ে ভিজে
ঠোঁটের সবটুকু আদ্র সুখ নিয়েছি শুষে।
যদিও বলোনি কখনও কোনদিন
হৃদয়ের দহনজ্বালা পাওয়া না পাওয়া
অভিমানে কেটেছে কত রাত্রিদিন।
বলোনি নষ্ট গ্রহের ছাঁয়া পড়ে
বিষাদের গ্রহণ লেগেছিল বুকে
যন্ত্রণার প্লাবন নেমেছিল তোমার দুচোখে।
দূর হতে দূরে রয়েছি যতই পড়ে
আমার নি:শ্বাস ছুঁয়েছে তোমার কামনার শরীর
যেভাবেই দিন যাক, আমার ভালোলাগা ভালোবাসা
পারাভূত করেছে তোমায় ভেংগেছে বলা না বলার প্রাচীর।
সময় অসময়ের ঘোর অন্ধকারেও
আমি আছি থাকব অনন্তকাল শুধুই তোমারই।
Add Comment