সাময়িকী: শুক্র ও শনিবার
-দিলারা হাফিজ
লোকে বলে,
আমি নারী, মানুষ নই, অর্ধ মানব,
আদমের বাম পাঁজরের একমাত্র হাড় থেকে
সৃষ্ট আমি বিবি হাওয়ার উত্তম উত্তরাধিকার।
আমি বলি, সৃষ্টিশীল মানুষ আমি,
যার অর্ধেক নারী, আর অর্ধেক ঈশ্বর—আমি অর্ধনারীশ্বর এক;
রূপসি চাঁদের আলো ছুঁয়ে তিনি গড়েছেন আমাকে,
এক পৃথিবীর সমান রহস্য বুকে নিয়ে
বাঁচি আমি,আপনমনে, অন্যমনে…
আমার শরীর যেন সাত জন্মের সাধনা এক,
সাপের মাথার মনি- মানিক্যের মতো
অধরা সব রত্নরাজির উপমা,
কখনো বা শ্যামল সবুজ তৃণ খচিত মাটির উপাসনা;
আমাকে নিয়ে আজো কাড়াকাড়ি,
বাড়াবাড়ি, যুদ্ধের ঘোষণা—
তেমনি আছে, পাল্টেছে কৌশল শুধু
যেমন ছিলো অনাথ অতীতে,
ক্ষণবাদী বর্তমানে,
কিংবা আসন্ন ভবিষ্যতেও
ভাবছি এমনটাই ঘটবে বারংবার।
কে যেন আমাকে সতত আড়ালে রাখে,
মানব মুক্তির বাসনায় ঢেলে দেয় কলির কালিমা,
আমি তবু এই শরীর থেকে সৃষ্টি করি রক্তবাহী নদী এক
সোনার আলোতে ভরা নধর শরীর
নারী কিংবা পুরুষ অথবা উভলিঙ্গ সেই….
আমি তাকে সৃষ্টি করি
আমার শরীরের অপার্থিব এক উষ্ণতায়,
অন্তরাত্মার মহিমা ছড়িয়ে আমি তাকে হ্রদয়ে বাঁধি।
সৃষ্টিশীলতার কাঁথায় জড়িয়ে প্রসব সমুদ্র পেরিয়ে
আমি আমাকে সৃষ্টি করি ফের
আত্মজ-আত্মজার নতুন পোশাকে…
আহা, এই নতুন জন্মের আনন্দলোকে
ঘুরে ফিরে বার বার আসি আমি অপার রহস্যলোকে—
আমি এক অর্ধনারীশ্বর।
Add Comment