সাময়িকী: শুক্র ও শনিবার
-শিরিন আক্তার শীলা
আমি যুদ্ধ চাই না
শান্তি চাই,
মানবিকতা চাই।
হিংসা চাই না
অফুরন্ত ভালোলাগা চাই,
সুন্দর ভালোবাসা চাই।
হ্রদয় পুড়ছে পুড়ুক,
তবু ও পৃথিবী জুড়ুক,
প্রতিশোধ চাই না
প্রতি বাদ চাই না
যুদ্ধের পরিসমাপ্তি চাই
তোর সাথে হাত মিলাতে চাই
তোর আকাশে বন্ধী হতে চাই।
তোর হ্রদয়ে হ্রদয় রাখতে চাই,
তোর বাগানের হতে চাই শিউলি।
তুই রাগ করলে বড্ড অচেনা লাগে
তোর হাসি মুখ দেখতে চাই,
তুই একটু হেসে অভিমানী
চোখ দুটি মেলে বল
তুই একটা পাগলী!
ওরে সবুজ টিয়া!
ভালো আছিস প্রিয়া?
Add Comment