-এলিজা খাতুন
সুপুষ্ট ফুল তুলে এনেছি
মালা পরাবো তোমার বিশালতার গলায়
এমন দিনে
বিষাদ ঢেলে দূরে চলে যাচ্ছো তুমি !
আর কি দেখতে পাবো না তোমার সমুন্নত শির!
শঙ্কাতুর প্রাণ নিয়ে বসে আছি
তোমার ফেরার খবর নিয়ে বাতাসের ঝাপটা আসে যদি!
দেখে নিও-
তোমাকে বরণ করবো-
যা কিছু সুর তোলে
যা কিছু ফুল ফোটায়
যা কিছু সুরভি ছড়ায়… তাই দিয়ে
এইবার ফিরে এলে-
তোমাকে গ্রহণ করবো-
যা কিছু স্থায়ী
যা কিছু সুগভীর
যা কিছু আলোক-উজ্জ্বল … তাই দিয়ে
সত্যিই যদি এসে যাও
যা কিছু সারিয়ে তোলার
যা কিছু পুনরুদ্ধার করার
সে সবকিছু করে দেবো
অশনিকালে
আশার উঠোন থেকে তুমি হারিয়ে গেলে
ফেলে যাওয়া মনের টালমাটাল দশা
তোমাকে কি একটুও কাঁপায় না !
ফিরে এসো, কথা দিচ্ছি-
তোমার সৌন্দর্যের সুষম বন্টনে
সামঞ্জস্যের ভার নেবো
বিপুল হয়ে ফিরে এসো হে নির্মল
Add Comment