হ্যালোডেস্ক
বৃষ্টি শূন্য মেঘের ছায়ায় ফুটে আছে পদ্ম আর শাপলা। রোদের তীব্রতায় ফুলগুলোও যেন অনেকটা নির্জীব।
টুঙ্গিপাড়ার গজালিয়া গ্রামের বিলটির দিকে তাকালে সবুজ সোনালী ধানের পরিবর্তে পদ্ম, শাপলা আর পানির ঢেউ চোখে পড়ে। দুর থেকে দেখলে মনে হয় যেন রঙের মেলা বসেছে।
বিল জুড়ে ফুটে রয়েছে শাপলা। পদ্মপাতার উপরে পানি টলমল করছে। ছোট ছোট পাখি উড়ে বেড়াচ্ছে, হোগলাবন আর পানিতে ভাসমন পদ্মপাতার মধ্য দিয়ে ছোট ডিঙ্গি নৌকা চলছে।
প্রতি বছরে প্রকৃতিপ্রেমীদের ভীড় জমে এ বিলে। মানুষকে পদ্মবিলের সৌন্দর্য উপভোগ করতে অনেকে নৌকা নিয়ে যান বিলের মাঝে।
আবার দেশি মাছের ভান্ডার এই পদ্মবিল। কৈ, শিং, মাগুরের মজুদ এখানে। এছাড়া রয়েছে শৈল, গজাল, রয়না, খলিশা, পুঁটিমাছ সহ দেশি অনেক প্রজাতির মাছ।
শীত এলেই পানি কমতে থাকে, তখন জাল ফেলে মাছ ধরতে নেমে পড়ে অনেকেই। চারদিকে থাকে তখন উৎসবের আনন্দ।
ছবি তুলে পাঠিয়েছেন, ইমরুল হক ইমন
Add Comment