তরঙ্গটুডে

রাজের সেই অ্যাপের প্রস্তাব এসেছিল সেলিনার কাছেও !

হ্যালোডেস্ক

২৯ জুলাই ২০২১


কি বললেন অভিনেত্রী?

কয়েকদিন ধরেই সরগরম শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার পর্ন ব্যাবসা নিয়ে। এই অভিযোগের ভিত্তিতেই গত ১৯ জুলাই মুম্বাই পুলিশ গ্রেফতার করে শিল্পা পতিকে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি পর্ন বানিয়ে বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেন। এ ঘটনায় একের পর এক নতুন তথ্য সামনে আসছে।

এবার রাজ কুন্দ্রার ‘হটশটস’ অ্যাপ ইস্যুতে নাম জড়াল সেলিনা জেটলির। পর্নকাণ্ডে রাজ কুন্দ্রাকে গ্রেফতারের পর এমন খবর চাউর হয়েছিল বলিউডে। অবশেষে সেই নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সেলিনা জেটলি। বুধবার এক মুখপাত্রের মাধ্যমে সেলিনা জানিয়েছেন, রাজ কুন্দ্রার অ্যাপের সঙ্গে তার কোনও যোগাযোগ নেই। তবে শিল্পার অ্যাপ ‘জেএল স্ট্রিমস’ থেকে তাঁর কাছে প্রস্তাব এসেছিল।

ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেলিনার ওই মুখপাত্র আরও জানান, ‘সেলিনার সঙ্গে শিল্পা বলিউডের আরও একাধিক জনপ্রিয় অভিনেত্রীকে এই অ্যাপের ভিডিয়োতে অংশ নেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। যদিও সেলিনা তাতে যোগ দেননি’। পাশাপাশি রাজ কুন্দ্রার অ্যাপের সঙ্গে সেলিনার কোনও সম্পর্ক নেই তিনি পরিস্কার জানিয়েছেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস।

আর্কাইভ

ক্যালেন্ডার

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930