সাময়িকী: শুক্র ও শনিবার
-কামরুল বাহার আরিফ
তুতের বাগানে অবিরাম নেশার মতো
দুলে দুলে চলা, আমি এক পলুপোকা
বদ্ধ মাতালের মতো, বুদ হয়ে পান করি তুতরস
যেনো হেমরস পান শেষে নেশাতে নেশাতে আমি
জীবনের বিনিময়ে দিয়ে যাই সুতার গুটি।
সুতা থেকে বুনেছে শ্রমিক-কোমল রেশম
আমারই জীবন দিয়ে, গড়া সেই রেশমে
জড়িয়ে নিয়েছে যে অঙ্গখানি; তাকে আমি জানি।
অপরূপা সাজে সে, গিয়েছে সুদূরে-রেশমে অঙ্গ ঢেকে
কার হাত ধরে? আমি যে জড়িয়ে আছি রেশমের রূপে!
জানে কি সে? জানে না সে… জানে বুঝি!
আমি তুতরস পান করি হেমরস জেনে-রাত্রি যাপনে
কোমল রেশমরূপে তাহারই অঙ্গ ঢাকা বাসরের পানে।
Add Comment