হ্যালোডেস্ক
প্রথম সিজন ‘মধ্যবর্তিনী’ থেকে পাঁচ বছর পরের গল্প নিয়ে তৈরি হয়েছে ধারাবাহিকটির দ্বিতীয় মৌসুম। প্রশংসিত এ নাটকটির এবার ১০০তম পর্ব প্রচার হতে যাচ্ছে। আজ (১৫ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে এই পর্বটি দেখানো হবে।
টিভি চ্যানেলটি জানায়, নাটকটি ইতোমধ্যে বেশ প্রশংসা পেয়েছে। তাই এটির ওপর বিশেষ দৃষ্টি রেখেছেন তারা।
নাটকের গল্পে দেখা যায়, ইমরান (আনিসুল হক মিলন) আর শাম্মীর (সোহানা সাবা) রুটিন বাঁধা যৌথ সংসারকে খামখেয়ালি আর হুল্লোড় দিয়ে ভরিয়ে রেখেছে রবিন। ইমরানের ফুফাতো ভাই রবিনের মা চান রবিনকে একটা বিয়ে দিয়ে ইমরান-শাম্মীর শূন্য দোলনাটা ভরিয়ে তুলবেন। রবিনের সন্তানই হবে ইমরান-শাম্মীর সন্তান। কিন্তু এসব কিছু ঘটার আগেই ইমরান মুখোমুখি হয় অদ্ভুত এক ঘটনার। ঠিক পাঁচ বছর আগে যাকে নিজ হাতে কবর দিয়েছিল ইমরান, সেই মৌ এসে দাঁড়িয়েছে তার সামনে। যাকে সবাই ডাকছে ‘মায়া’ নামে। কে এই মেয়ে? সে কি সত্যি মরে যাওয়া মৌ.. নাকি কেবলই ইমরানের নতুন কোনও মায়া?
নাটকটির চিত্রনাট্য ও সংলাপ তৈরি করেছেন আহমেদ খান হীরক, সহ-সংলাপে সাগর শরিফুজ্জামান। রাজু খান পরিচালিত এ ধারাবাহিকে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, সোহানা সাবা, শারমিন আঁখি, সাবেরী আলমসহ অনেকে।
‘মধ্যবর্তিনী’ নাটকটি প্রচার হচ্ছে দীপ্ত টিভিতে শনি থেকে শুক্র প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে।
Add Comment