আজকের দেশ

শিল্পকলায় হয়ে গেলো তিন দিনব্যাপী মূকাভিনয় উৎসব

হ্যালোডেস্ক

০৬ অক্টোবর ২০২৩


‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাব আমরা উন্নতির শিখরে’ এই স্লোগানকে সাথে নিয়ে ‘গণজাগরণের মূকাভিনয় উৎসব ২০২৩ আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

বিভিন্ন পারফর্মিং আর্টগুলির মধ্যে মূকাভিনয় অত্যন্ত প্রাচীন একটি শিল্প। ঐতিহ্য, চিন্তা, মূল্যবোধকে ধারণ করেই মূকাভিনয়ের বিস্তার। বাংলাদেশের সংস্কৃতিতে মূকাভিনয় বরাবরই গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত। তৃণমূল মানুষের অন্তরে বাস্তবিক উন্নয়নের এক দর্পণ স্বরূপ কাজ করে মূকাভিনয়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি ৩০টি মূকাভিনয় দলের পরিবেশনায় ৩ থেকে ৫ অক্টোবর পর্যন্ত ‘গণজাগরণের মূকাভিনয় উৎসব ২০২৩ আয়োজন করেছে। উৎসবের উদ্বোধনী আয়োজন ৩ অক্টোবর সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ এবং স্বাগত বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির সচিব সালাহউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

উল্লেখ্য, বাংলাদেশে সর্ব প্রথম পার্থ প্রতিম মজুমদারের মাধ্যমে মূকাভিনয় পরিচিতি পায়।

আর্কাইভ

ক্যালেন্ডার

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031