সাময়িকী: শুক্র ও শনিবার
-আহমেদ শিপলু
করতালির কৃতজ্ঞতা।
হাততালির প্রলোভন।
খরচ হয়ে যাওয়া কথারা ফিরে না এলেও,
উচ্চ রক্তচাপ ঘিরে ধরা সময়ের
মোড়ে মোড়ে রং-চায়ের টং-ঘর।
আড্ডা।
শীতনিদ্রা। আগুন পোহানো রাতের
ফুটপাতে কুকুরশয্যা!
মানুষ তবু প্রজনন ভালোবাসে।
শিকার সন্ধানে মেয়েধরা রাত।
ক্লাবের রঙীন আলো।
হাঁটিহাঁটি পা পা।
মাথায় বয়সী করতল।
“বেঁচে থাকো বাবা…”
শীতাতপ নিয়ন্ত্রিত দীর্ঘশ্বাস
অথবা কারো কারো চোখে
আটকে থাকা অচেনা যুগলছবি।
দেখে যাওয়াওতো একটা বিরাট কাজ!
দর্শন এভাবেইতো আগে বাড়বে!
চিৎকার স্বভাবের মানুষেরাও
একদিন ঘরে তুলে আনে
মৌনতার ফসল।
Add Comment