সাময়িকী: শুক্র ও শনিবার
-আলেয়া আরমিন আলো
হিম হিম কুয়াশা
আকাশটা ধোঁয়াশা।
উত্তরী কুহেলিকা
পল্লব শিশিরে ঢাকা।
জুবুথুবু এই শীতে
চাই উষ্ণতা পেতে।
শাল কম্বল কাঁথা
টুপিতে ঢাকি মাথা।
আছে কত সোয়েটার
দামী দামী ব্লেজার।
ভেবেছো কি একবার
বস্তিতে বাড়ি যার?
সম্বলই ছেঁড়া কাঁথা
সাথে নিয়ে দরিদ্রতা।
কনকনে ঠান্ডায়
তীব্র শীতে কাতরায়।
সম্মিলিত আহবান
তাদেরকে করো দান।
গরীবকে করলে দান
প্রভু দেবে প্রতিদান।
Add Comment