সাময়িকী : শুক্র ও শনিবার
-মুসতাক মুকুল
কুয়াশার আস্তরণে ঢাকা হৃদয়ভূমি
কার উষ্ণতা খোঁজে
শিশির হয়ে চুঁয়েচুঁয়ে পড়া বেদনার জল
মাঘের শেষেও বড়ই ক্ষুরধার
বিষবান হয়ে বিদীর্ণ করে
হিমতলী মন
কার শাপে জমাট কষ্ট
এফোঁড়ওফোঁড়
আহ কত নির্মম –
কত অসহায় আমি
হৃদয়ের আর্তচিৎকার শুনতে কি পাও?
শীতের তীব্রতায় ওষ্ঠাগত প্রাণ করে চিৎকার
আমারও তো দরকার একটা পশমি চাদর
প্রয়োজন কুয়াশার আবরণ ভেদ করে
জ্বলে ওঠা সূর্য কিরণ!
Add Comment