সাময়িকী : শুক্র ও শনিবার
-মোহাম্মদ আদনান
ধূলো জমা বই ডাকছে আমায়
পুরোনো দিনের স্মৃতি তে।
ঘুরে বেড়াই মিথ্যে শহর
পায়ে পায়ে একা রজনীতে।
বন্ধু তোদের পড়ছে মনে
অবেলার এই ক্ষণেতে।
কই তোরা কই আয় ছুটে যাই
পুরোনো সেই সময়তে।
আমার ছন্ন ছাড়া স্বপ্ন গুলো
মিথ্যে জায়গায় রাত।
স্বপ্নের ঘোরে খুঁজে চলি
তোদেরই হাত।
ব্যাক ব্যঞ্চের বসার মজা,
হাসি ঠাট্টা পাগলামি।
সবই যেন তোদের সাথে
মিশে আছে আমারই।
স্বপ্ন গুলো দুঃস্বপ্নে
চেয়ে যাচ্ছে সর্বদিক।
নিয়তির টানে হারিয়ে যাচ্ছে
তুই তোরা দিনকে দিন।
বইয়ের পাতায় পড়ছেনা ভাঁজ
হচ্ছে না লিখা তোদের নাম।
সর্বক্ষণেই হচ্ছে শেষ
সম্পর্কেরই মায়া টান।
শেষ যেন না হয়েও শেষ
আমাদের এই পথ চলা।
হাতকে হাত রাখবো ধরে
বিদায়েরই শেষবেলা।
Add Comment